২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

‘মনুরা কেমন আছো’, সাকিবকে হারিয়ে তামিমের বরিশালের ভাষায় ফেসবুক পোস্ট

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ফরচুন বরিশাল (Fortune Barishal) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (Bangladesh Premier League) দশম আসর শুরু করেছিল রংপুর রাইডার্সের (Rangpur Riders) বিপক্ষে ম্যাচ দিয়ে। ওই ম্যাচে জয়ও পেয়েছিল বরিশাল। দুই দলের দ্বিতীয় দেখায় জয় তুলে নেয় নুরুল হাসানের নেতৃত্বে খেলা রংপুর রাইডার্স।

রংপুর-বরিশালের দ্বিতীয় ম্যাচটি ঘটনাবহুল। তামিমকে আউট করে চিরচেনা উদযাপন করেন সাকিব আল হাসান। পরে সাকিব আউট হলে তামিম উদযাপন নকল করে তাকে ভেংচি কাটেন। ম্যাচে জয় তুলে নেওয়ার পর রংপুর রাইডার্সের ফেসবুক পেজে বরিশালের আঞ্চলিক ভাষায় পোস্ট করা হয়েছিল, ‘মনুরা লঞ্চ থুইয়া কম্মে গেলা।’

এবার যেন তামিম ইকবাল রংপুর রাইডার্সকে হারিয়ে দলকে ফাইনালে তুলে তার পাল্টা দিলেন। জয়ের পর তামিম নিজের ফেসবুক পেজে পোস্ট অনুরুপ ভাষায় করেছেন, ‘মনুরা কেমন আছো।’ যদিও এই তারকা ক্রিকেটারের পোস্টে রংপুরকে খোঁজা দেওয়ার ইঙ্গিত নেই।

বুধবার আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের বিপক্ষে বরিশাল ৬ উইকেটে জিতেছে। টস হেরে ব্যাট করে ৭ উইকেটে বরিশাল ১৪৯ রান তোলে। শামীম পাটোয়ারি ২৪ বলে পাঁচটি করে চার ও ছক্কায় ৫৯ রান করেন। জবাবে মুশফিকের হার না মানা ৪৭, কাইল মায়ার্সের ২৮ ও মিলার-সৌম্য ২২ করে রান যোগ করে দলকে জয় এনে দেন। ফাইনালে শুক্রবার কুমিল্লা (comilla victorians) এবং ফরচুন বরিশাল (Fortune Barishal) মুখোমুখি হবে।’

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন