২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

মিলারের বিয়ে, কী করবে বরিশাল

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

মিলারের বিয়ে, কী করবে বরিশাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরচুন বরিশালকে দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলতে গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচের নায়ক মুশফিকুর রহিম হলেও শেষ দিকে ডেভিড মিলারের অবদানও কম ছিল না। ১৮ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।

ক্রিকেট বিশ্বে বিধ্বংসী ব্যাটার হিসেবেই পরিচিত মিলার। অনেকবারই তার প্রমাণ দিয়েছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। তবে বিপিএলে সেই ঝলক দেখানো সুযোগ সেভাবে পাননি। গতকালের আগে এলিমিনেটর ম্যাচে করেছিলেন ১৭ রান। প্লে অফের দুই ম্যাচ খেলার চুক্তিতে আসায় আর দেখানোর সুযোগও নেই তাঁর।

নিজে চাইলে অবশ্য ফাইনাল পর্যন্ত খেলতে পারবেন মিলার। তাঁর মতো বড় তারকাকে শ্রেষ্ঠত্বের মঞ্চে পেতে উন্মুখ আছে বরিশাল। কিন্তু দুই পক্ষের মাঝে দেয়াল হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটারের বিয়ে। বাংলাদেশে এসেই বিয়ে করার সুখবর দিয়েছেন তিনি। দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসের সঙ্গে জুটি বাঁধবেন ৩ মার্চ।

বিয়ের সময় ঘনিয়ে আসায় তাই দেশে ফেরার তাগাদা পড়েছে মিলারের। কিন্তু ফাইনালে ওঠায় তাঁকে ছাড়তে চাইছে না বরিশাল। তাঁর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘মিলারের বিয়ে ৩ মার্চ। আমরা চেষ্টা করছি ফাইনাল পর্যন্ত খেলে যাওয়ার জন্য।’

ফাইনালকে পর্যন্ত মিলারকে ধরে রাখা অসম্ভব কিনা এমন প্রশ্নের উত্তরে মিজানুর বলেছেন, ‘অনিশ্চিত বলা যাবে না। নিশ্চিতও হতে পারে। অপেক্ষা করেন সবাইকে তথ্য জানিয়ে দেওয়া হবে।’ আগামীকাল ফাইনালে বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানস। দলটি বিপিএলের ফাইনালে কখনো হারেনি। সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়নরা প্রতিটিই জিতেছে। এবার তাদের হারের তিক্ত স্বাদ দিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হতে চায় বরিশাল। হারাতে পারলে ‘প্রতিশোধও’ নেওয়া হবে। ২০২২ বিপিএলে কুমিল্লার কাছেই ১ রানে হেরেছিল তারা।

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন