২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মেঘনায় ২ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য প্রাণে বাঁচলো যাত্রীরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ০৭ জুলাই ২০২০

বার্তা পরিবেশক পটুয়াখালী:: মেঘনা নদীর মিয়ারচর এলাকায় গভীর রাতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সহস্রাধিক যাত্রী। এতে দুটি লঞ্চের সামনে আংশিক ক্ষতি হয়েছে। তবে যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি।

সোমবার রাতে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার ভোরে বন্ধন-৫ কালাইয়াঘাটে এবং পূবালী-৫ ঢাকা সদরঘাটে যাত্রীদের পৌঁছে দেয়।

জানা গেছে, সোমবার (৬ জুলাই) বিকেলে যাত্রী নিয়ে বন্ধন-৫ ঢাকা থেকে ছেড়ে আসে আর পূবালী-৫ গলাচিপা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাত ১২টার দিকে দুটি লঞ্চ মেঘনা নদীর মিয়ারচর অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় দুই লঞ্চে সহস্রাধিক যাত্রী ছিল।

পূবালী-৫ লঞ্চের পরিদর্শক আবদুস সোবহান বলেন, ওই চ্যানেলে সাধারণত কম গতিতে আমরা লঞ্চ চালাই। কিন্তু দ্রুতগতিতে অতিক্রম করছিল বন্ধন-৫ লঞ্চটি। বারবার সিগন্যাল দেয়ার পরও বন্ধন-৫ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে উভয় লঞ্চের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

বন্ধন-৫ লঞ্চের যাত্রীরা জানান, মাঝরাতে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন