২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মেঘনা নদীতে ট্রলারডুবি: ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৪ অপরাহ্ণ, ২১ মে ২০২২

মেঘনা নদীতে ট্রলারডুবি: ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

রিপন রানা, বরিশাল:: বরিশালের ভোলা মেঘনা নদীতে ডুবে যাওয়া ফিশিং ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করেন বাংলাদেশ কোস্টগার্ড। জেলার মনপুর উপজেলাধীন মেঘা নদীর লতার চর সংলগ্ন এলাকয় জেলেসহ ফিশিং ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। আজ শনিবার (২১ মে) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি আউটপোস্ট মনপুরার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় ডুবে যাওয়া ট্রলারের ৮ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধার জেলেরা ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বলেন, উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে নিকট আত্মীয়দের কাছে হস্তান্তরের জন্য তজুমদ্দিন মৎস্য সমিতির সভাপতির নিকট হস্তান্তর করা হয়।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন