২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটি বন্দুক হামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৫ অপরাহ্ণ, ০৬ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নৌ-ঘাঁটিতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে।

এ বিষয়ে একজন পুলিশ সদস্য জানান, আত্মরক্ষাত্বেই তারা গুলি ছুড়েছেন।

এনএএসপি’র এক ফেসবুক বার্তায় জানানো হয়, এনএএসপি’র দুই গেটেই বন্দুকধারীরা অবস্থান করছেন। আর এরপরেই ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জানা যায়, সংস্থাটিতে অন্তত ১৬ হাজার সাময়িক এবং সাড়ে সাত হাজার বেসাময়িক লোক কর্মরত। তবে, কিভাবে বন্দুকধারী সেখানে এসেছে তা জানানো হয়নি।

ফ্লোরিডার এস্কাম্বিয়া প্রদেশের শেরিফ অফিসের মুখপাত্র অ্যাম্বার সাউথার্ড বলেন, আমি নিশ্চিত করতে পারি যে, পেনসাকোলা নৌ-ঘাঁটির ভেতরে এখন একজন সক্রিয় বন্দুকধারী আছেন। ভেতরে গোলাগুলি চলছে।

পেনসাকোলার ব্যাপটিস্ট হাসপাতালের মুখপাত্র ক্যান্ডি ম্যাকগ্যুয়ার বলেন, হাসপাতালে এখনও পর্যন্ত অন্তত পাঁচজন ভর্তি হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এদিকে দেশটির কয়েকটি গণমাধ্যম এ ঘটনার অন্তত ১০ জনের গুলিবিদ্ধ বা আহত হওয়ার খবর জানালেও আহতদের সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে থামাতে চেষ্টা করছেন তারা। পাশাপাশি আহতদের স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন