২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রক্তদানের অপেক্ষায় লালমোহনের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:০৭ অপরাহ্ণ, ২৮ জানুয়ারি ২০২৩

রক্তদানের অপেক্ষায় লালমোহনের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহনের’ দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসএসসি পরীক্ষায় ৩০জন জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এরআগে, স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানের অপেক্ষায় লালমোহনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সোহেল রানার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের পরিচালক মানবিক পুলিশ শওকত হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম নবীন এবং ড্রিম টার্চ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক নিপাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

হাসান পিন্টু লালমোহন (ভোলা) প্রতিনিধি ০১৭৯০৩৬৯৮০৫ ছবির ক্যাপশন: ১. কেক কেটে রক্তদানের অপেক্ষায় লালমোহনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ২. রক্তদানের অপেক্ষায় লালমোহনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন