২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিক্ষার মানোন্নয়নে ঝালকাঠিতে অধিপরামর্শ সভা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২০ অপরাহ্ণ, ২৭ মার্চ ২০২৪

শিক্ষার মানোন্নয়নে ঝালকাঠিতে অধিপরামর্শ সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে লক্ষে ঝালকাঠির জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ)দুপুর ১২টায় ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে ওই অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার। সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক সুজিত কান্তি বোসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মু. জাহিদুল কবির তুহিন ও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহামেদ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ‘শিক্ষার টেকসই মান উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠানগুলোতে টিআইবি তথা সনাক যেসকল কার্যক্রম পরিচালনা করছে তাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষা অফিসের কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধরণের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে যেন অবগত করা হয়। অনিয়মের অভিযোগে একজনকে শাস্তির আওতায় আনতে পারলে অন্যদের মাঝে অনিয়ম করার অভিপ্রায় থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুনাম বৃদ্ধিতে টিআইবি-সনাকের কার্যক্রমগুলোতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের পরিচালনায় সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের দলনেতা মো. রাব্বি সিকদার, সহ-দলনেতা সুমাইয়া আক্তার সাহারিন, তামান্না ইসলাম, মিতু আক্তার, সনিয়া আক্তারসহ ইয়েস সদস্যবৃন্দ, ইন্টার্ন রিমন মাহমুদ এবং মো. শাহারিয়া পাপন উপস্থিত ছিলেন ।’

126 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন