২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

স্বরূপকাঠির প্রবীণ আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ মিয়ার ইন্তেকাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫১ অপরাহ্ণ, ০২ ফেব্রুয়ারি ২০১৯

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আলহাজ্ব মো. শহীদুল্লাহ মিয়া (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)।

আজ শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বারডেম হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। শহীদুল্লাহ মিয়া ১৯৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

তাঁর মৃত্যুর খবর শুনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি হাসপাতালে ছুটে যান। এ সময় হাসপাতালে ছুটে আসেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সম্পাদক ইসহাক আলী খান পান্না, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, ইউপি চেয়ারম্যান মো. গাউস মিয়া, আল আমিন।

এ খবর স্বরূপকাঠিতে পৌঁছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শহীদুল্লাহ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হাকিম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. জাহীদ হোসেন প্রমুখ।

মৃত্যুকালে ৭ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন। আগামীকাল রোববার জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন