৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

২০ মিনিটের কালবৈশাখীতে এলোমেলো বরিশাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ১৬ মে ২০১৭

মাত্র ২০ মিনিটের কালবৈশাখী ঝড়ে বরিশালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১৫ মে) রাতে ঝড়ে বরিশালে গাছাপালা, কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে। ঝড়ে রাত থেকেই বিভাগীয় শহরসহ বিভিন্ন জেলা উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঝড়ে বরিশাল নগরীর বেশি কয়েকটি এলাকায় বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল খসে পড়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় শতাধিক গাছপালা পড়ে গেছে। ফলে রাতে বিভিন্ন সড়ক বন্ধ থাকায় যাওয়ায় যান চলাচলে ভোগান্তি তৈরি হয়।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা শাহ আলম জানান, ঝড়ে বিভিন্ন সড়কে গাছ এলামেলোভাবে পড়ে আছে। রাস্তা থেকে গাছ না সরানোয় যান চলাচল করতে পারছে না।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো, ইউসুফ বরিশালটাইমসকে জানিয়েছেন- গত রাতে কালবৈশাখীর স্থায়ীত্ব ছিলো মাত্র ২০ থেকে ২৫ মিনিট। ঝড়ের গতিবেগ ছিলো ঘণ্টায় ৬৬ কিলোমিটার।’’

বরিশাল বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ঝড়ে গাছ পড়ে যাওয়ায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বিদ্যুৎ সচল করতে কর্মীরা রাত থেকেই কাজ করছে। যে কারণে মঙ্গলবার সকালে সংযোগ সচল করা সম্ভব হয়েছে।”

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন