২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

স্কুলে ছাত্রলীগের কমিটি না করতে ওবায়দুল কাদেরের নির্দেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৪ অপরাহ্ণ, ২৩ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাধ্যমিক স্কুলে ছাত্রলীগের কমিটি না করতে নির্দেশ দিয়েছেন। শনিবার বাংলা একাডেমিতে ছাত্রলীগ আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এ নির্দেশনা দেন।

এর আগে গত ২১ নভেম্বর মাধ্যমিক স্কুলে কমিটি তৈরি করতে সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দেয় বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

তখন এই কমিটির যৌক্তিকতা তুলে ধরে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ গণমাধ্যমকে বলেন, ‘স্কুলে কমিটি মোটেও নতুন কিছু নয়। আমাদের গঠনতন্ত্রে স্কুল কমিটি করার বিষয়টি আছে। আমাদের স্কুলছাত্র বিষয়ক সম্পাদকও আছে।’

ছাত্রলীগের এই নির্দেশ পেয়ে বিভিন্ন স্কুলে কমিটিও হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে একটি স্কুলের ছাত্রলীগ কমিটির সভাপতি দায়িত্ব পেয়েই শিক্ষককে পেটায়।

এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় বয়ে যায়। ছাত্রলীগের স্কুল কমিটি গঠনের সিদ্ধান্তের সমালোচনা করেন অনেকেই।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন