রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে প্রায় একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, রাত ৮টা ১৫ মিনিট ১৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজশাহী ও সিরাজগঞ্জের মাঝামাঝি নাটোরের গুরুদাসপুরে।
স্থানীয়রা জানান, রাত ৮টা ১৫ মিনিটে ঘর-বাড়ি কাঁপতে শুরু করলে লোকজন রাস্তায় বেরিয়ে আসে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। প্রথমে একটি ধাক্কা দেওয়ার মত মনে হয় এবং সঙ্গে সঙ্গেই ঘরবাড়ি কাঁপতে থাকে।
শিরোনামজাতীয় খবর