২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নলছিটি সিটিজেন ফাউন্ডশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৬ অপরাহ্ণ, ২৭ জুলাই ২০১৯

ঝালকাঠির নলছিটিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৯ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন।

এসময় ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি এম আলম খান কামাল, নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যান সেরাজুল ইসলাম সেলিম, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাড. কাওসার হোসাইন, সদস্য সচিব গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইব্রাহিম খান শাকিল, খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোসা. মরিয়ম বেগম, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন আকন প্রমুখ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বারেক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নান্নু তালুকদার, নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম পলাশ, সাইদুল ইসলাম, এস.আর সোহেল, খান মাইনউদ্দিন, ফয়সাল আমান, পৌর শাখার আহ্বায়ক মো. মশিউর রহমান খান, সিদ্ধকাঠি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন, নাচনমহল ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান সাদ্দাম, কুলকাঠি ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. রাজু হাওলাদার, সদস্য সচিব মো. সাইদল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. রাসেল মৃধা, সদস্য মো. নুরে আলম, শহিদুল ইসলাম, জুয়েল হাওলাদার প্রমুখ।

নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের সদস্য সচিব গোলাম মাওলা শান্ত জানান, এ কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ফলদ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের চারা রোপণ করা হবে। দেশে বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন