৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ বিয়ের সপ্তাহ পেরোতেই সড়ক ‍দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী

বরিশালে ২৮৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৮ অপরাহ্ণ, ০৭ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. লিটন হোসেন (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ৭১ নম্বর দক্ষিণ পুর্ব কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ওই ব্যক্তিকে সোমবার আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করে। আটক লিটন ওই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। মাদক উদ্ধার অভিযানের বিষয়টি মঙ্গলবার সকালে বরিশাল র‌্যাব অফিস এক ইমেল বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে।

র‌্যাব অফিস সূত্র জানায়- তাদের একটি টিম সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাজিরচর গ্রামে অভিযানের প্রস্তুতি নেয়। এসময় র‌্যাবের গাড়ি দেখে লিটন হোসেন নামের ওই ব্যক্তিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করে র‌্যাব সদস্যরা। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এঘটনায় র‌্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। এবং ইয়াবাসহ বিক্রেতাকে হস্তান্তর করেছেন।’

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন