৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
হেলিকপ্টার থেকে পানি দিয়েও থামানো যাচ্ছে না সুন্দরবনের আগুন শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ

করোনা: গৌরনদীতে উপসর্গ নিয়ে সরকারি কর্মচারীর মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৯ অপরাহ্ণ, ০৭ জুলাই ২০২০

বার্তা পরিবেশক গৌরনদী (বরিশাল) :: করোনার উপসর্গ নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বেজহার গ্রামে এক সরকারি কর্মচারীর (৫৫) মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় প্রশাসনের নির্দেশে তার দাফন সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০ টায় তিনি মৃত্যুবরণ করলে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়।

মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ ও মৃতর পরিবারের একাধিক সদস্য জানান, গৌরনদী উপজেলার বেজহার গ্রামের বাসিন্দা ও সরকারী কলেজের চতুর্থ শ্রেনীর ওই কর্মচারী (৫৫) গত ৫ থেকে ৬ দিন ধরে সর্দি জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে ভূগছিলেন। প্রাথমিকভাবে তাকে বাড়ি রেখেই চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার সকাল দশটার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈয়্যেদ মোহাম্মসদ আমরুল্লাহ জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, লাশ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন