৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

দুটি ইলিশ মাছের দাম ১০ হাজার টাকা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৪ অপরাহ্ণ, ১১ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার দুটি ইলিশ মাছ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এক জেলের জালে মাছ দুটি ধরা পড়ে। এরপর তিনি এক ব্যবসায়ীর কাছে ইলিশ দুটি বিক্রি করেন। পরে সেই মাছ ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকায় মাছ দুটি কিনে নেন রাজধানী ঢাকার এক ক্রেতা।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সাংবাদিকদের জানান, পদ্মা ও যমুনা নদীর মোহনায় গতকাল দুপুরে জেলে গোবিন্দ হালদারের জালে বড় আকারের দুটি ইলিশ মাছ ধরা পড়ে। একেকটি মাছের ওজন দুই কেজি করে। গতকাল তিনি গোয়ালন্দের দৌলতদিয়া মাছবাজারে গোবিন্দের কাছ থেকে মাছ দুটি ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে ১০ হাজার টাকায় মাছ দুটি বিক্রি করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ সাংবাদিকদের জানান, নদীতে পানি কমতে শুরু করেছে। এ কারণে ইলিশসহ বিভিন্ন ধরনের বড় মাছ ধরা পড়ছে। এটা জেলেদের জন্য আনন্দের খবর। পানি আরো কমলে বড় মাছের সংখ্যা বাড়বে।’

12 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন