৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মাঘী সপ্তমী উপলক্ষে পটুয়াখালীতে ঐতিহ্যবাহী দয়াময়ী মেলা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১ অপরাহ্ণ, ২৮ জানুয়ারি ২০২৩

মাঘী সপ্তমী উপলক্ষে পটুয়াখালীতে ঐতিহ্যবাহী দয়াময়ী মেলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাঘী সপ্তমী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় সুতাবাড়িয়া গ্রামে ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দয়াময়ী মেলা বসেছে। শনিবার ভোরে কালী পূজা ও শিব পূজার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন হয়। ঢাক-ঢোল, শঙ্খসহ বিভিন্ন বাদ্য-বাজনা ও হাজারো দর্শনার্থীর কলরবে সন্ধ্যা পর্যন্ত মুখর ছিল মেলা প্রাঙ্গণ।

মেলায় রং-বেরঙের আকর্ষণীয় বিভিন্ন খেলনার দোকান, পল্লীবাসীর স্বহস্তে তৈরি বুনন শিল্পের সামগ্রী, গৃহস্থালির ব্যবহার্য তৈজসপত্রের পণ্য সামগ্রী, মাটির তৈরি বাসন-কোসন, হরেক রকম মিষ্টি সামগ্রী ও খাবারের দোকান বসে।

দয়াময়ী মন্দিরের পুরোহিত বিধান গাঙ্গুলি জানান, মানতের পুজো দিতে অনেক ভক্ত এই দিনে এখানে মিলিত হন। মাথা মুণ্ড করেন। মন্দিরে হয় বলিদান।

তবে নদীভাঙনের ফলে স্থান সংকুলন না হওয়ায় মেলায় আগত মানুষের দাঁড়িয়ে থেকে বেশ দুর্ভোগ সহ্য করে মেলার আনন্দ উপভোগ করতে হয়। মেলাটি এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের বিপুল আনন্দের খোরাক।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন