৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
হেলিকপ্টার থেকে পানি দিয়েও থামানো যাচ্ছে না সুন্দরবনের আগুন শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ

বিয়ের পর ওজন কমানোর প্রতিশ্রুতি, দম্পতির তাক লাগানো চেহারা দেখুন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৯ অপরাহ্ণ, ১৬ অক্টোবর ২০১৮

বিয়ের পর আপনি কীসের কীসের পরিকল্পনা করেন? হানিমুন? সিনেমা দেখার? বাইরে ঘুরতে যাওয়ার? দারুণ দারুণ খাওয়ার? কিন্তু এই দম্পতি জিম করে ওজন কমানোর পরিকল্পনা করেছিলেন বিয়ের পর।

ভারতের রাজস্থানের এই মারোওয়াড়ি দম্পতি কী ছিলেন আর কী হলেন, এই ছবি দেখে অবাক হচ্ছেন অনেকেই। মোটা হওয়া শুধু যে শরীরে নানা রোগের জন্ম দেয় না, জীবনযাপনকেও কঠিন করে তোলে।

কখনো বিভিন্ন জয়েন্টে ব্যথা, কখনো পেটের সমস্যা আবার কখনো চলতে ফিরতে সমস্যা হয়। কেউ কেউ এক জায়গায় বসে আর উঠতে না পারার সঙ্কটে থাকেন। মোটা হওয়ার নানান জ্বালা।

রাজস্থানের শহর যোধপুরের এই দম্পতি তিন বছরের পরিশ্রমে নিজেদের ফিটনেসকে এক উচ্চতায় নিয়ে গেছেন।

আদিত্য শর্মার (৪০) ওজন ছিল ৭২ কেজি এবং তার স্ত্রী গায়ত্রী শর্মার ওজন ছিল ৬২ কেজি। এখন গায়ত্রীর ওজন ১০ কেজি কমে গেছে এবং আদিত্যরও যত্নে গড়া সিক্স প্যাক অ্যাবস স্পষ্ট।

শুধু নিজেদের ফিট রাখতেই নয়, শহরের অন্য মানুষদের মধ্যেও ফিটনেস সংক্রান্ত সচেতনতা বাড়াতে এখন দু’জনেই যোধপুরে একটি জিম চালান।

মোটা হওয়া তুলনামূলক সহজ, কিন্তু ওজন কমাতে ততোধিক পরিশ্রম করতে হয়। এই দম্পতিও কঠোর পরিশ্রম করেছেন, ওজন কমিয়ে স্বাস্থ্যকর লাইফস্টাইল বেছে নিয়েছেন তারা।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন