৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
হেলিকপ্টার থেকে পানি দিয়েও থামানো যাচ্ছে না সুন্দরবনের আগুন শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ

পাকিস্তানি ভাষায় ধমক দেন কামাল: তোফায়েল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০১৮

ভোলা-১ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘যারা ৭১ সালে মুক্তিযদ্ধের সময় মানুষ হত্যা করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে এবং ২০০১ সালের পর সারাদেশে মা-বোনদের অত্যাচার করেছে আজ ড. কামাল হোসেন সেই হত্যাকারীদের সাথে হাত মিলিয়েছে। এ জন্য মানুষ তাকে ধিক্কার দেয়। শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে তিনি সেই হত্যাকারীদের সাথে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়েছেন। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন, তিনি সাংবাদিকদের পাকিস্তানি ভাষায় খামোশ বলে ধমক দিয়েছেন। এখন মানুষ তাকে নিয়ে অনেক প্রশ্ন করে।’

শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ঘুইংগার হাটে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি উপস্থিত লোকদের বলেন- ড. কামাল হোসেন যে জোট করেছেন, তাদের হাতে যদি ক্ষমতা যায় তাহলে আবার আপনারা ঘর-বাড়ি ছাড়া হবেন। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে জোট বেঁধে যারা ২০০১ সালের পরে মায়ের কোল খালি করেছে, বোনদের ইজ্জত লুট করেছে, মেয়েকে ধর্ষণ করেছে আমাদের গাড়ি ভেঙেছে, অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আপনারা ভোটের মাধ্যমে প্রতিশোধ নেবেন।

মন্ত্রী বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে চাই। আগামী ৩০ ডিসেম্বর আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়লাভ করবেন। আবার যদি পাঁচ বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, তাহলে ভোলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা।

পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন