৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ বিয়ের সপ্তাহ পেরোতেই সড়ক ‍দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী দানের টাকায় মাদক সেবন করতেন মিল্টন সমাদ্দার

ঝালাকাঠিতে থ্রি-হুইলার ও ট্রাকের সংঘর্ষে ৫ জন আহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪১ অপরাহ্ণ, ০৪ জুন ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:: ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

আহতরা হলেন- নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার সুলতানের স্ত্রী রানী (৫৫), তার ছেলে ইমরান (২২) ও মেয়ে আসমা (২০), জুয়েল (৫০) ও রাজু (১৮)।

আহতদের মধ্যে আসমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে- দুপুরে ঝালকাঠি-বরিশাল মহাসড়ক দিয়ে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে বরিশাল শহরের দিকে আসছিল। পথে কালিজিরা ব্রিজের কাছাকাছি এলে নলছিটির রায়াপুর নামক এলাকায় ঝালকাঠিগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার পাঁচ যাত্রী আহত হন।

শেবামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্রাদার আনোয়ার হোসেন আহতদের ভর্তির বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন