৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পটুয়াখালীতে শতাধিক কৃষক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ০৪ জুন ২০১৯

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক ও কৃষি শ্রমিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের পক্ষে থেকে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চরবলইকাঠী গ্রামের এসব পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলে কৃষক পরিবারের হাতে ঈদ সামগ্রী পৌঁছে দেয় পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যরা।

এসময় জেলার ইয়ুথ ফোরামের সভাপতি মো. জহিরুল ইসলাম, সহ সভাপতি মো. হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মীর মহিবুল্লাহ ও সদস্য আহমেদ সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রী নিতে আসা কৃষি শ্রমিক পরিবারের সদস্য হনুফা বলেন, আমার স্বামী অনেক দিন ধরে তেমন কোনো কাজ পায় না, ঈদের আগে ত্রাণ পেয়ে ভালো হইছে। ঈদটা ভালো যাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. হেমায়েত উদ্দিন বলেন, জেলা প্রশাসন সর্বদা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। আমরা শতাধিক কৃষক ও কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত শ্রমিক পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, চিনি, লবণ, টোস্ট, চিড়া, মুড়ি, এক লিটার তেল, ১২টি মোমবাতি ও এক বক্স ম্যাচসহ প্রায় ১৪/১৫ কেজির একটি বস্তা কৃষকদের হাতে পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, এ কাজে আমরা তরুণদের সম্পৃক্ত করে তাদের মাধ্যমে সুষ্ঠু বিতরণে উদ্যোগ নিয়েছি। তারা অনেক কষ্ট করে সেগুলো বিতরণ করেছেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন