৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
হেলিকপ্টার থেকে পানি দিয়েও থামানো যাচ্ছে না সুন্দরবনের আগুন শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ

বরিশাল বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৬ অপরাহ্ণ, ১৫ জুন ২০১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে উভয় যানের অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ট্রাক ড্রাইভারের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামপট্টি নামক এলাকায় বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়- বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে এসএ ট্রাভেলসের একটি পরিবহন যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিন থেকে ছুটে আসা একটি ট্রাকের সাথে বাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের উভয় যানের অন্তত ১১ জন আহত হয়েছেন।

ঘটনা সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল উল আলম বরিশালটাইমসকে জানান, যাত্রী ও ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে বিভিন্ন হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ট্রাক ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া দুর্ঘটনার পরে দুটি যান সড়কে ওপর থেকে দুটি যান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান ওসি।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন