৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ বিয়ের সপ্তাহ পেরোতেই সড়ক ‍দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী দানের টাকায় মাদক সেবন করতেন মিল্টন সমাদ্দার

‘আপনি তো আমাদেরই লোক, তাই ভোটটা আমরাই দিয়ে দিলাম।’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, ০২ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: বিকাল পৌনে ৪টা। ভোটের প্রায় শেষ সময়। নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোটার এলেই নির্ধারিত কক্ষে সমাদর করে নিয়ে যাচ্ছে একদল লোক। বিভিন্ন বুথে নিয়ে ইভিএমে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর ভোটার প্রবেশের আগেই গোপন কক্ষে ঢুকে যাচ্ছেন একাধিক ব্যক্তি। ভোটার নন, তারাই চেপে দিচ্ছেন নির্দিষ্ট প্রার্থীর বোতামে।

এ বিষয়ে ভোটার প্রশ্ন করতেই তারা জবাব দিচ্ছেন- ‘আপনি তো আমাদেরই লোক, তাই ভোটটা আমরাই দিয়ে দিলাম।’

ভোট দিতে আসা এক ভুক্তভোগী জানান, তিনি হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের ৮ নম্বর কক্ষে ভোট দিতে যান। এ সময় সিরিয়াল নম্বর মিলিয়ে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। কিন্তু গোপন কক্ষে প্রবেশের আগেই ইভিএম মেশিন চেপে অন্যরা তার ভোট দিয়ে দেন। তিনি বলেন, ‘সেখানে প্রতিবাদ করার পরিস্থিতি ছিল না। পুরো কেন্দ্রই দখল করে রেখেছিল ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন