Bkash

সারাদেশ

অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বিএনপির কর্মসূচিতে স্কুলশি‌ক্ষিকা

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

০৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫৪

প্রিন্ট এন্ড সেভ

অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বিএনপির কর্মসূচিতে স্কুলশি‌ক্ষিকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর ইউনিয়নের চর মুদাফৎ কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়ারা খাতুন রোজি অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলা পরিষদ সংলগ্ন বিএনপির উপজেলা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় শিক্ষক জিয়ারা খাতুন রোজি র‍্যালির সম্মুখ সারিতে অবস্থান করেন। অথচ তিনি এদিন সকাল ১০টায় অসুস্থতার কারণ জানিয়ে ফোনে সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনের কাছ থেকে মৌখিক ছুটি নিয়েছিলেন।

সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে ছুটি নিয়ে রাজনৈতিক বা জনসম্পৃক্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সরকারি শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ ধরনের কাজ সরকারি চাকরিজীবীর নৈপুণ্য ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনায় সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার বলেন, ‘‘শিক্ষক জিয়ারা খাতুন রোজি জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি আনন্দ র‌্যালিতে অংশ নিয়েছেন।’’

দলীয় পদে থাকা এবং বিএনপির অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে শিক্ষক জিয়ারা খাতুন রোজি বলেন, ‘‘স্কুল থেকে ছুটি নিয়ে দলীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। তবে, এটি চাকরি বিধি অনুযায়ী ঠিক নয়।’’ এ সময় আগামী ছয় মাসের মধ্যে চাকরি অথবা রাজনীতি যে কোনো একটি বেছে নেবেন বলে জানান তিনি।

চিলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘‘ওই শিক্ষিকা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জানতে পেরে তার দলীয় পরিচয়ের তালিকা সংগ্রহ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। জেলা অফিসের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

আরও পড়ুন:

স্বামী-স্ত্রী মিলে যাত্রী, সিগারেট খাইয়ে ইজিবাইক ছিনতাই

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

০৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:২২

প্রিন্ট এন্ড সেভ

স্বামী-স্ত্রী মিলে যাত্রী, সিগারেট খাইয়ে ইজিবাইক ছিনতাই

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামী-স্ত্রী মিলে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকসহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিউল ইসলাম (৩৬) উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সকালে আপেল উদ্দিন ইজিবাইক চালানোর জন্য বের হন। এসময় যাত্রীবেশে এক দম্পতি পার্শ্ববর্তী থানার স্বপ্নপুরি পার্ক দেখার জন্য ইজিবাইকটি ভাড়া নেন।

সেখান থেকে ঘুরে ফেরার পথে যাত্রীবেশী অজ্ঞান পার্টির সদস্য এই স্বামী-স্ত্রী মিলে ইজিবাইকের চালকের সঙ্গে ভাব গড়ে তোলেন। একপর্যায়ে তারা চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠের পেছনে কাঁচা রাস্তার পাশে ফেলে রেখে ২ লাখ ৮০ হাজার টাকা দামের তার ইজিবাইকটি এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় ইজিবাইকের মালিক বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেন।

এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি ওই এলাকার আসামির শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হবে। অন্য আসামিকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

বিএনপির দু'পক্ষের বাগবিতণ্ডায় একজন নিহত, আটক ৩

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

০৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৭

প্রিন্ট এন্ড সেভ

বিএনপির দু'পক্ষের বাগবিতণ্ডায় একজন নিহত, আটক ৩

মেহেরপুরে বিএনপির দুপক্ষের সমর্থকদের বাগবিতণ্ডার মাঝে পড়ে মফেজ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত মফেজ আলী মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কালিগাংনী গ্রামের ঘোনারমোড় নামকস্থানে এই ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার জের ধরে পুলিশ এবং র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১০টার দিকে ৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন।

এরা হলেন, শুকুর আলীর ছেলে প্রবাসফেরত জিনারুল ইসলাম, সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান। স্থানীয়রা জানান, স্থানীয় এক চা দোকানে ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। এসময় মফেজও যুক্ত হয়। সাবদার আলী মফেজের বুকে লাথি মারলে সে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সাবদার আলী তার ছেলে হাসানুজ্জামান ও জিনারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেন।

নিহতের বাবা জামাল আলী বলেন, আমার ছেলেকে কেউ আঘাত করেনি। সে কিল-ঘুষির মাঝে পড়ে মারা গেছে। ওসি মেজবাহ উদ্দীন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে পুলিশ ও র‌্যাব গ্রামে রয়েছে।

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আহত জেলের মৃত্যু

বরিশালটাইমস রিপোর্ট

বরিশালটাইমস রিপোর্ট

০৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০১

প্রিন্ট এন্ড সেভ

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আহত জেলের মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আহত জেলে সৌরভ হোসেনের (৪০) মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সৌরভ হোসেন হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের সায়েদুল হকের ছেলে। মঙ্গলবার ঢাকা থেকে মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গ্রামের আকাশ-বাতাস।

স্থানীয় সূত্র জানায়, গত ২২ আগস্ট সৌরভসহ ১৪ জন জেলে মাছ ধরতে যায় সূর্যমূখীর মাসুম বিল্লাহর মালিকানাধীন একটি ট্রলারে। মাছ ধরার একপর্যায়ে গত শুক্রবার ভোরে তাদের ট্রলারে হামলা চালায় একদল সশস্ত্র জলদস্যু।

প্রথমে দস্যুরা জেলেদের ট্রলারে উঠে পড়ে। পরে জেলেরা ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করলে দস্যুরা এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং ট্রলারের সারেং ইমরান মাঝিকে কুপিয়ে জখম করে। এ সময় সৌরভ, মালেক ও ইরাক গুলিবিদ্ধসহ প্রায় সবাই আহত হন। ট্রলারে থাকা মাছ, জাল ও বরফ লুট করে নিয়ে যায় দস্যুরা।

স্থানীয় বাসিন্দা এনায়েত হোসেন বলেন, আহত জেলেদের প্রথমে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সৌরভের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের আত্মীয় তামজিদ উদ্দিন বলেন, হাতিয়ার জীবিকা এখনো নদী নির্ভর। সেদিন আমাদের পাশের সোহরাব মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে আহত হয়ে সর্বস্ব হারান এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পাঁচ সন্তান আজ এতিম। জেলে সম্প্রদায়ের নিরাপত্তায় জলদস্যু দমনে প্রশাসনের হস্তক্ষেপ এখন জরুরি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, এ ঘটনায় ট্রলারের মালিক মাসুম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.