ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। রাজস্থানে তাকে বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার এক আত্মীয়ের মৃত্যু হয়। খবর এনডিটিভি।
ইনোভা কারে যশোদাবেন রাজস্থানের ছত্তিশগড়ে যাচ্ছিলেন। পথে কোটা-চিতর মহাসড়কে একটি ট্রাক কারটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
কারটিতে সাতজন আরোহী ছিলেন। সবাই মোদি পত্নীর নিকটাত্মীয় বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে বসন্ত বাই নামে একজন ঘটনাস্থলেই মারা যান।
প্রাইভেট কারের চালক যয়েন্দ্রও গুরুতর আহত হন। তারা সবাই বরনের আরতু থেকে ছত্তিশগড়ে যাচ্ছিলেন।
ছত্তিশগড়ের উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুরেশ খাতিক বলেন, ‘যশোদাবেন ভাল আছেন। সুস্থ আছেন। প্রাথমিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে।’