এনজিও (আশা) থেকে নেয়া ঋন নির্ধারিত দিনে পরিশোধ না করায় মো. বাচ্চু ফরাজী (৩৫) নামে দারিদ্র কৃষক শাররীক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার হওয়া ওই কৃষক সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাহেরচর বন্দরে।
আহত বাচ্চু জানান, তিনি তার স্ত্রী রোকসানার নামে আশা এনজিও‘র রাঙ্গাবালী উপজেলার ব্যাংকের বাহেরচর বন্দর শাখা থেকে ২০ হাজার টাকা ঋন গ্রহণ করেন। ওই ঋন গ্রহণের পর নিয়মিত ভাবে প্রতি শনিবার ৫শ টাকা পরিশোধ করে আসছেন। গত শনিবার (০৩ মার্চ) ছিল সাপ্তাহিক কিস্তি পরিশোধের দিন। আর্থিক সংকটের কারণে বাচ্চু সঠিক সময়ে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হন।
এতে শনিবার রাতে আশা এনজিও এর বাহেরচর শাখা ম্যানেজার সাইফুল ইসলাম তার অফিস কর্মীদের দিয়ে বাচ্চুকে অফিসে ডেকে নিয়ে আসেন। এ সময় বাচ্চু ও ম্যানেজার সাইফুল ইসলামের মধ্য ঋনের বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায় ম্যানেজার ক্ষুব্ধ হয়ে অফিসকক্ষের দরজা বন্ধ করে বাচ্চু মারধর করেন। এতে বাচ্চু গুরতর আহত হন।
পরে বাচ্চুর পরিবার ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
আহতর স্ত্রী রোকসানা বেগম বরিশালটাইমসকে জানান, আশা থেকে ঋন আমি গ্রহণ করেছি। আমি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছি। এক কিস্তি দিতে না পারায় আমার স্বামীকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে।
এমনিতেই ঋনের টাকা পরিশোধ করতে পারছি না। এখন আহত স্বামীর চিকিৎসা কি দিয়ে করবো ? উপজেলার আমলীবাড়িয়া গ্রামের জলিল উদ্দিন ফরাজীর ছেলে বাচ্চু ফরাজী।
তবে আশার ম্যানেজার সাইফুল ইসলাম জানান, বাচ্চুকে খবর পাঠিয়ে শুধু অফিসে ডেকে আনা হয়েছিল। কিন্তু তাকে কোন নির্যাতন করা হয়নি।
রাঙ্গাবালী থানার অফিসার ইনর্চাজ মিলন কৃষ্ণ মিত্র বরিশালটাইমসকে জানান, নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ যাবে। নির্যাতনের সতত্যা পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।”
শিরোনামOther