কৃত্রিম প্রজনন পদ্ধতিতে জন্ম নিল দু’টি সিংহের শাবক। দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যে সিংহের ওই দু’টি বাচ্চার জন্ম দিতে সক্ষম হয়েছেন গবেষকরা।
বিশ্বে এই দুই সিংহ শাবকই প্রথমবারের মতো টেস্টটিউবে জন্ম নিয়েছে। জানা গেছে, ওই দুই শাবকের একটি পুরুষ এবং অন্যটি নারী।
গবেষকরা বলছেন, এই পদ্ধতিতে বাঘসহ, তুষার চিতা, বিপন্ন বিড়াল এবং বিলুপ্তপ্রায় প্রাণীকে রক্ষা করা সহজ হবে।
কৃত্রিম প্রজননবিষয়ক গবেষণাটি চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার একদল গবেষক। গবেষকরা বলেন, মানুষের নানা কর্মকাণ্ডের কারণে জৈববৈচিত্র্য হুমকির মুখে। বড় বিড়াল প্রজাতিগুলোও এতে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে অনেকে বিলুপ্তির পথে। এদের বিলুপ্ত হওয়া ঠেকাতেই আমাদের এ গবেষণা।
Other