বার্তা পরিবেশক, অনলাইন :: চরম মাত্রার ছোঁয়াচে একটি ভাইরাস করোনাভাইরাস। আর সেই ভাইরাসে আক্রান্ত এক রোগীর শরীর ঘেঁষে দাঁড়িয়ে সেলফি তুললেন ছয় সরকারি কর্মকর্তা! যার জেরে তাদের বরখাস্ত করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে পাকিস্তানে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ওই সেলফি। এতে দেখা গেছে, আক্রান্ত রোগীর পাশে একদল ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাদের কারো কারো মুখে হাসি! আর কারো মুখেই মাস্ক নেই!
এই ছবি করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত পাকিস্তানের সিন্ধু প্রদেশের শুক্কুরের একটি কোয়ারেন্টিন থেকে তোলা। পাকিস্তানে এ পর্যন্ত ৮৯২ জন কোভিড–১৯ এ আক্রান্ত হয়েছেন, এর মধ্যে ৩৯৯ জনই এই প্রদেশের।
শুক্কুরের উপকমিশনার রানা আদেল বলেন, ছয় সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি জানান, এই ছয় কর্মকর্তা প্রাদেশিক ভূমি বিভাগের। ইরান সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত স্থানীয় এক রাজনীতিবিদকে কোয়ারেন্টিনে দেখতে গিয়েছিলেন তাঁরা।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন ঘোষণা করেছে পাকিস্তান। সিন্ধু প্রদেশেও চলছে লকডাউন। কিন্তু লকডাউন অমান্য করে অবাধে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন লোকজন। লকডাউন ভঙ্গ করায় এ পর্যন্ত এই সিন্ধু প্রদেশে ৭০০-ও বেশি মানুষকে আটক করা হয়েছে।
সুত্রঃ এএফপি
Other