বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল সিনিয়র নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজানো রায়ের প্রতিবাদে দিনব্যাপী অনশন পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় সংলগ্ন অশ্বিনী কুমার হলে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে দিনব্যাপী অনশন শুরু হয়। এদিকে বিএনপির কর্মসূচি উপলক্ষ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনশনে বক্তব্য দেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, আলী হায়দার বাবুলসহ অন্যান্যরা।
দিনব্যাপী অনশন কর্মসূচিতে বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল সিনিয়র নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজানো রায়ের প্রত্যাখ্যান করে বেগম জিয়ার মুক্তির দাবি জানান।
অনশন চলাকালে খালেদা জিয়ার মুক্তির জন্য মহানগর বিএনপির সভাপতি সরোয়ারের আহ্বানে বুধবার (১৪ ফেব্রুয়ারি) রোজা পালন করেন বিএনপি’র অনেক নেতাকর্মী-সমর্থক।
Other