ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আনইলবুনিয়া গ্রামের আব্দুর রব (৪৬) নামের এক বীমা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আনইলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রব উপজেলার আনইলবুনিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদার এর ছেলে ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের গণগ্রামীন বীমা ডিভিশনের কাঁঠালিয়া উপজেলা শাখার সংঘঠক (কোড নং-৩১১৫৭৬)।
স্থানীয় ইউপি সদস্য আইউব আলী মৃধা বলেন, বুধবার সকালে নিজের পাকের ঘরের আড়ার সাথে গামছা দিয়ে আত্মহত্যা করে আব্দুর রব। পরে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ দেখে আব্দুর রব কে অনেক ডাকাডাকি করলেও কোন সারা শব্দ না পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আব্দুর রবের লাশ পাকের ঘরে আড়ার সঙ্গে ঝুলতে দেখে। কাঁঠালিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, স্থানীয় ইউপি সদস্য লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এবং পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে যার নং-২।
Other