৪ ঘণ্টা আগের আপডেট সকাল ৫:২০ ; সোমবার ; জুন ৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ঝালকাঠির সেই বিকলু ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালটাইমস রিপোর্ট
১১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৮

ঝালকাঠিতে গ্রাম পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে আলোচিত বিলকু ডাকাত দলের প্রধান বিলকু হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও ডাকাত দলের আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত বিলকু হাওলাদার উত্তর তাঁরাবুনিয়া গ্রামের চিহ্নিত ডাকাত সরদার। তাকে যাবজ্জীবনসহ আরো দুটি ধারায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাস সাজা প্রদান করা হয়েছে। এছাড়া একই গ্রামের তোকন হাওলাদার, পার্শ্ববর্তী নৈকাঠি গ্রামের সাগর হাওলাদার ও উত্তর লেবুবুনিয়া গ্রামের মো. সোলেমানকে তিনটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো পাঁচ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণা সময় মো. সোলেমান আদালতে উপস্থিত থাকলেও অন্যরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর তাঁরাবুনিয়া গ্রামের গ্রাম পুলিশ মনোতোষ চন্দ্র হাওলাদার কঠোর পাহারা দিয়ে ডাকাতদের ডাকাতি করতে বাধা দিতেন। এতে ক্ষিপ্ত ছিলেন সংঘবদ্ধ একদল ডাকাত। ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ডাকাত সরদার বিলকু হাওলাদারের নেতৃত্বে একদল ডাকাত গ্রাম পুলিশ মনোতোষ চন্দ্র হাওলাদারের ঘরে প্রবেশ করে। তাকে কুপিয়ে শরীর থেকে তার ডান পা বিচ্ছিন্ন করে দেয় ডাকাত দল। এ ঘটনায় মনোতোষ চন্দ্র হাওলাদার বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করে।

এরপরে ২০১১ সালের ৩১ জুলাই তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক আবদুল হালিম। আদালত ৯ জন সক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রাস্ট্র পক্ষে অতিরিক্ত সরকারি কৌসুলি এম আলম খান কামাল এবং আসামিদের পক্ষে নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা করেন।’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শারমিন আক্তার শিলাকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ  নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪  বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করলেন পুলিশ কর্মকর্তা  জমি নিয়ে বিরোধ: ২ তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ  কলাপাড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু  বরিশাল-ভোলা সেতু চাইলেন তোফায়েল  লালমোহনে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই  ১২ জুন টেবিল ঘড়ির পক্ষে নীরব ভোট বিপ্লব হবে: মেয়র প্রার্থী রূপন  কলাপাড়ায় বিয়ে বাড়িতে হামলা আহত ২  গরমে এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস বন্ধ