পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ফার্মেসিসহ ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ৫০ শয্যার হাসপাতাল গেইটের কাঞ্চন মিয়ার একটি লন্ড্রি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
কলাপাড়া ও আমতলী ফায়ার সর্ভিসের দুইটি ইউনিট আধঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
আগুনে পুড়ে গেছে আমীন ড্রাগ, সুমাইয়া মেডিক্যাল হল, মা-বাবার দোয়া মেডিক্যাল হল, সোনালী মেডিক্যাল হল, হারুন মিয়া ও মিলন মিয়ার চায়ের দোকানসহ ২৬টি দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মিলন মিয়া বরিশালটাইমসকে জানান, জুমার নামাজের আজানের পর বিদ্যুৎ চলে যায়। নামাজের সময় হওয়ায় লন্ড্রি মালিক মো. কাঞ্চন মিয়া লন্ড্রির আয়রন চালু রেখে নামাজ পড়তে যান। এরপরই তার দোকান থেকে আগুন মুহূর্তে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
কলাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা মো. মজিবুর রহমান বরিশালটাইমসকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। বাতাসের আধিক্য থাকায় এবং চায়ের দোকানগুলোর চারটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
সহকারী স্টেশন কর্মকর্তা আরও বলেন, ‘আমতলী ও কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাঞ্চন মিয়ার লন্ড্রি থেকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত হওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৯০ লাখ বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।’
শিরোনামOther