টমটমের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে পটুয়াখালী জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. আব্দুল মান্নান (৫৪) নিহত হয়েছেন। রোববার দিনগত গভীর রাতে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের শাখারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সোমবার পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মাঠে নামাজে জানাজা শেষে বরগুনায় তাকে দাফন করা হয়।
পটুয়াখালী হাসপাতাল সূত্রে জানা গেছে- পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল রহিম ও ডাক্তার আব্দুল মান্নান কলাপাড়া ও আমতলীতে সিজার অপারেশন শেষে রাত সাড়ে ১২ টায় পটুয়াখালীতে ফিরছিলেন। কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের শাখারিয়া নামক স্থানে ঘন কুয়াশার কারণে দাড়িয়ে থাকা একটি টমটমকে ধাক্কা দেয় তাদের বহনকারী একটি প্রাইভেটকার।
এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ডাক্তার আব্দুল মান্নানের। পরে তাকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত ডাক্তারের বাড়ি পার্শ্ববর্তী বরগুনা জেলার সদর উপজেলাতে।’
Other