পিরোজপুরের চরখালী-পাথরঘাটা সড়কের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের মাদার্শী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মাসুদ মিয়া (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ মিয়া মঠবাড়িয়া উপজেলার উত্তর সীমান্তের ৩ নম্বর মিরুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান- মিরুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে মাসুদ মিয়া শুক্রবার জুমার নামাজ শেষে ভান্ডারিয়ায় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তার বাড়ি সংলগ্ন ঝাউতলা বাজার থেকে যাত্রীবাহী মাহেন্দ্র গাড়িতে ওঠেন।
গাড়িটি মাদার্শী বাজারের দক্ষিণ পাশে জেপি নেতা আব্দুস ছালাম মেম্বারের বাড়ির নিকটে এলে রাস্তায় পড়ে থাকা একটি কলা গাছের ওপর উঠলে চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আহত মাসুদ মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ভান্ডারিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বরিশালটাইমসকে জানান, দুর্ঘটনায় ৫ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে মাসুদ মিয়ার মৃত্যু হয়। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
শিরোনামOther