বাংলাদেশ মার্চ মাসের মধ্যেই মধ্যমায়ের দেশে উন্নিত হবে। চলমান মাসের ২২ তারিখ মাথাপিছু ১৭’শ ডলার আয় অর্জন করতে সক্ষম হবে। দেশে শতাধিক উন্নয়ন জোনের একটি পিরোজপুর জেলায় করা হবে। এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজার উপকূলীয় এলাকায় বিনোদনের জন্য একটি পর্যটককেন্দ্র করার পরিকল্পনা রয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়া কে এম লতিফ ইনস্টিটিউশনে শনিবার সকালে শহীদ মোস্তফা খেলার মাঠে ৯০ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তথ্য মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমদ এ কথা বলেন। তিনি বলেন- অগ্নিঝরা ৭, ১৭ ও ২৬ মার্চ বাঙালীর ঐতিহ্যের অংশ। ৩০লক্ষ শহীদ ও দুই লক্ষ মা- বোনের ইজ্জতের বিনিময়ে ২৬ মার্চ একটি স্বাধীন সার্বভৌম দেশ ও লাল সবুজের পতাকা পেয়েছি।
কে এম লতিফ ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী ও কে এম লতিফ ইনস্টিটিশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জিএম সরফরাজ, মহিউদ্দিন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিমুল হক আজিম, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তথ্য সচিব নাসির উদ্দিন আহমদ কেএম লতিফ ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের জন্য একটি ল্যাপটব প্রদান করেন।”
শিরোনামOther