পিরোজপুর ও পটুয়াখালীর ৫ সাব-রেজিস্ট্রারকে বদলি করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বদলি সংক্রান্ত ফাইলে অনুমোদন দিয়েছে।
আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বদলির বিষয়টি প্রকাশ পেয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- নিবন্ধন অধিদফতরের মহা-পরিদর্শককে ২৮ জানুয়ারির মধ্যে এই সাব-রেজিস্ট্রারদের বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করতে বলা হয়েছে।
এদের মধ্যে পিরোজপুর স্বরূপকাঠির সাব-রেজিস্ট্রার শফিকুল আলমকে পিরোজপুর সদরে, হীরন্দ্র নাথ মিস্ত্রীকে পিরোজপুর সদর থেকে নড়াইল সদরে, জাহাঙ্গীর করিব মো. ফয়সলকে বাগেরহাট সদর থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় বদলি করতে বলেছে আইন মন্ত্রণালয়।
এছাড়া পটুয়াখালী সদরের সাব-রেজিস্ট্রার ওমর ফারুককে যশোরের শার্শায় এবং আব্দুর রবকে যশোরের মনিরামপুর থেকে পটুয়াখালী সদরে বদলির জন্য প্রজ্ঞাপন জারি করতে বলা হয়েছে।’
শিরোনামOther