বঙ্গবন্ধু উদ্যোনে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বরিশালবাসীর পক্ষ থেকে প্রধান ৫টি দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরা হবে বলে জানা গেছে। আগামীকাল বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এই জনসভায় যোগদান করবেন তিনি।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস বরিশালটাইমসকে বলেন, আমরা পদ্মা সেতু, পায়রা সেতু, ফোরলেন, রেললাইন কিছুই চাইনি সবই দিয়েছে। তাই নতুন করে চাওয়ার কিছু নেই। তার পরেও বরিশালবাসীর কিছু দাবি রয়েছে। বরিশাল জেলা ও মহানগর ও বিভিন্ন উপজেলার সভার মধ্যে থেকে দাবিগুলো নির্ধারণ করা হয়েছে। তাই বরিশালবাসীর পক্ষ থেকে আমাদের অভিবাক বরিশাল জেলা আওয়ালীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি জনসভা মঞ্চে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন।
তিনি আরো বলেন, প্রধান দাবিগুলো হচ্ছে- বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, ভোলার গ্যাস বরিশালে সংযোগ, বানারীপাড়া সন্ধ্যা নদীতে সেতু নির্মান, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জ বর্হি: ক্যাম্পাসের ভেটেনারি অনুষদকে স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয়ে রুপান্তর।
Other