১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে কোস্টগার্ডের অভিযানে জাটকাসহ ৯ জেলে আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০১৮

বরিশালে কোস্টগার্ড সদস্যরা বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও জাটকাসহ ৯ জনকে আটক করেছে। গতকাল শনিবার (২৪ ফেব্র“য়ারি) রাতে বরিশাল সদর, হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে এ অভিযান চালানো হয়।

এ সময়ে কেস্টাগার্ড সদস্যরা এক লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল, দুইটি বেহেন্দি জাল, দুই মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় ৯ জেলেকে আটক করা হয়।

কোস্টগার্ড বরিশাল স্টেশন সূত্র জানায়, কন্টিনজেন্ট কমান্ডার ডি এস শহিদুল ইসলামের নেতৃত্বে শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটি দল ওই সকল নদীতে অভিযান চালায়। জেলেদের আটক কারেন্ট জাল ও জাটকা আটক করে। পরে শনিবার রাতেই আটকদের বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ সময় আদালতের বিচারক প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করে ছেড়ে দেন। পাশাপশি জব্দ জাল ধংস ও জাটকাগুলো নগরের বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণের আদেশ দেন আদালত।’

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন