বরিশাল শহরের একটি বাসায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিম অভিযান চালিয়ে বাবাকে গাঁজা ও ছেলেকে ফেন্সিডিলসহ আটক করেছে। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের করিম কুটির এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই মো. হারুন অর রশিদ (৫০) এবং তার ছেলে রাকিবুল হাসান রনি (২৭)।
অভিযান পরিচালনাকারী বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুন অর রশিদকে ১০০ গ্রাম গাঁজা ও ছেলেকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে ছেলেকে হস্তান্তর করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
এছাড়া পিতাকে সেবনকারী হিসেবে ভ্রাম্যমাণ আদালতে তুলে সাজা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’
Other