বরিশাল ব্যুরো অফিসে বাংলাদেশ প্রতিদিন প্রতিদিনের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। প্রথম থেকেই বাংলাদেশ প্রতিদিনের গ্রাহক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এসএম ইমামুল হক।
তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পড়লে দেশ-বিদেশের সব খবর জানা যায়। দামেও কম হওয়ায় এই পত্রিকাটি সবার সাধ্যের মধ্যে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ পত্রিকাটির বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের মন জয় করেছে। এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশ প্রতিদিন এগিয়ে যাবে এবং চিরকাল বেঁচে থাকবে পাঠকের হৃদয়ে।
সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টর রাহাত খান। এছাড়াও ছিলেন বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমাউন কবির, ইলেক্টনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল সরকার, চ্যানেল আই’র ব্যুরো প্রধান শাহীনা আজমীন এবং আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।
Other