২ িনিট আগের আপডেট বিকাল ১:৯ ; মঙ্গলবার ; জুন ৬, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

বরিশালে বিএনপি কার্যালয় তালাবদ্ধ, নেতাকর্মীদের দেখা নেই

বরিশালটাইমস রিপোর্ট
১১:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিত এড়াতে বরিশালজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সড়কের মোড়ে মোড়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে জোরদার করা হয়েছে তল্লাশি।

এদিকে সকাল থেকে বরিশাল শহরের সদর রোডে অবস্থিত বিএনপি কার্যালয়টি তালাবদ্ধ দেখা যাচ্ছে। বিপরীতে প্রধানমন্ত্রীর বরিশাল আগমন ও জনসভাকে ঘিরে শহরজুড়ে বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি।

বিএনপির নেতাকর্মীদের দাবি- বরিশালে বিএনপির কোনো কর্মসূচি না থাকলেও নেতাকর্মীদের বাসায় তল্লাশি করে হয়রানি করা হচ্ছে। তাই গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতারা আগে থেকেই আত্মগোপনে চলে গেছে।

তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমীন জানান, পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ পুরো বরিশালজুড়েই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বঙ্গবন্ধু উদ্যানসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এছাড়া এসব এলাকায় শতাধিক উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে সবার গতিবিধি নজরদারি করা হচ্ছে।

এছাড়া বরিশালের বিভিন্ন উপজেলার আওতাধীন মহাসড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। যেখানে সন্দেহভাজনদের তল্লাশি করার পাশাপাশি বহনকারী মালপত্রের ওপরও নজর রাখছে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার বলেন, মামলাটিই ভিত্তিহীন ও মিথ্যা। তাই আমরা মনে করি রায় আমাদের পক্ষেই থাকবে। আর বিপরীতে গেলে কেন্দ্রের ঘোষণা অনুযায়ী কর্মসূচি পালন করবো।

বিএনপির বরিশাল দক্ষিণ জেলা শাখার সভাপতি এবায়েদুল হক চান বলেন, আমাদের নেত্রী আগেই বলে দিয়েছেন, আদালতের রায় যাই হোক না কেন, আইন অনুযায়ী লড়াই করবো। নেতাকর্মীদের কোনো উশৃঙ্খলতা প্রকাশ করতে নিষেধ করেছেন তিনি। তবে কেন্দ্রের সিদ্ধান্তে যে কোনো কিছু করতে প্রস্তুত রয়েছে নেতাকর্মীরা। খালেদা জিয়াকে কারাদণ্ড দিলে আমরা কোনো ‘গন্ডগোল’ না করে স্বেচ্ছায় কারাবরণও করতে পারি।

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন   ২৪ ঘণ্টার মধ্যে রাজের থেকে ডিভোর্স চাইলেন পরীমণি  বরিশালে ওয়ার্ডভিত্তিক ফলাফল ঘোষণা করা হবে : ইসি  গরমে ঘুমের মধ্যেই মারা গেল শিশুটি!  রাস্তা বানাতে শতাধিক তাল ও খেজুরগাছ উপড়ে ফেললেন আ’লীগ নেতা  শারমিন আক্তার শিলাকে বিজয়ী করতে এলাকাবাসী ঐক্যবদ্ধ  বানারীপাড়ায় ২টি কলেজসহ ৯ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানের পদ শুণ্য : শিক্ষা কার্যক্রম ব্যহত  চাখারে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু  নেছারাবাদে ক্লিনিকে গর্ভবতীর মৃত্যু: চিকিৎসকসহ গ্রেপ্তার ৪  বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণ করলেন পুলিশ কর্মকর্তা