বরিশাল নগরীর দক্ষিণ সাগরদী দরগাবাড়ি সড়কে শহীদ তিতুমীর লেনের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুর রহমান ( ৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটায় নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বয়সজনিত রোগে আক্রান্ত হয়ে ছিলেন বলে স্বজনেরা জানিয়েছেন।
আজ রোববার বাদ জোহর জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাকে পারবারিক গোরস্থান তিতুমির লেনে চিরনিদ্রায় শায়িত করা হয়।
Other