বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব)পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও মদসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে।
আটকরা হলেন- বরিশাল শহরের কাউনিয়া মহাশ্মশান এলাকার পনু হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (১৯) এবং গৌরনদীর উত্তর ধানডোবা এলাকার মৃত কাশেম সরদারের ছেলে মহিম সরদার (৩৮)।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বরিশাল র্যাব অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়- বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ এর বরিশাল সিপিএসসি ডিএডি মো. মনিরুজ্জামান বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে গৌরনদী উপজেলাধীন কটকস্থল নামক স্থান থেকে মহিম সরদারকে ৯২ পিস ইয়াবা ও ৩ বোতল ফেনসিডিলসহ আটক করে র্যাব।
এ ঘটনায় বরিশাল র্যাবের সিপিএসসি ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।’
শিরোনামOther