বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব ৮) সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৫জনকে আটক করেছে। মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরি ঘাট ও ফরিদপুরের ভাঙা, শরীয়তপুরের জাজিরা থেকে তাদের ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়।
এ সময় ফেনসিডিলসহ একটি কাভার্ডভ্যানও আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র্যাব ক্যাম্পে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. তাইজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানের ড্রাইভারের সিটের নিচ হতে ৩ বস্তাভর্তি ৬৭৪ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- শরীয়তপুর জেলার গোশাইরহাট থানার রানীসাগর গ্রামের মো. শহিদ (৩৩) ও যশোরের বেনাপোলের পুটখালি গ্রামের আলমগীর হোসেন (২৭)। এ সময় কাভার্ডভ্যানটিকেও আটক করা হয়।
এছাড়াও ফরিদপুরের ভাঙার গোপিনাথপুর গ্রামের মাদক ব্যবসায়ী মমরেজ মাদবরকে (৪০) প্রায় ১২ কেজি গাঁজাসহ ও ভাঙার চুমুরদী বাসস্ট্যান্ড থেকে ৯২ পিস ইয়াবাসহ শেখ সোহেল (২৬) এবং শরীয়তপুরে জাজিরা থানার মাদবরেরচর কান্দি গ্রামের মো. শওকত মাধবরকে (৪৫) ২২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটকদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
শিরোনামOther