পটুয়াখালীর বাউফল উপজেলা সদরে বাউফল থানার ৫০০ মিটারের মধ্যে থেকে তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে।
১২ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে এসব চুরি সংঘটিত হয়েছে।
সর্বশেষ গত সোমবার সন্ধ্যার দিকে উপজেলা আদালত ভবনের সামনে থেকে সুভাস চন্দ্র নামে এক ব্যক্তির বাজাজ কোম্পানির একটি মোটরসাইকেল (ডিসকোভার) চুরি হয়েছে। তিনি পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির বাউফল অঞ্চলের মিটার রিডিং এ কাজ করেন। এ ঘটনায় তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এর আগে ১৩ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যার দিকে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে থেকে এক ব্যক্তির ভাড়াচালিত বাজাজ কোম্পানির প্লাটিনা ১০০সিসি মডেলের একটি মোটরসাইকেল চুরি হয়েছে।
১২ মার্চ (সোমবার) সন্ধ্যার দিকে বাউফল থানা মসজিদের সামনে থেকে বাজাজ কোম্পানির প্লাটিনা ১০০ সিসি মডেলের আরও একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল চুরি হয়েছে। চালক ও মালিকের নাম মো. শান্ত।
মো. শান্ত বলেন, ‘অনেক কষ্ট করে মোটরসাইকেলটি ক্রয় করেছি। ভাড়ায় চালিয়ে যা আয় হতো, তা দিয়েই সংসার চালাতাম। এখন অন্যের গাড়ি ভাড়া নিয়ে চালাই।সংসার চালাতে খুবই কষ্ট হয়।’
এ ঘটনায় বাউফল থানার তালিকাভুক্ত এক চোরের বিরুদ্ধে তিনি বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেল চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে খুব শিগগির গ্রেপ্তার করা হবে।’
Other