ঘণ্টা আগের আপডেট সকাল ৫:৪৬ ; বুধবার ; মে ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ভারতীয় ধর্মযাজকের বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ

বরিশালটাইমস রিপোর্ট
২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৮

বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের কেরালার ক্যাথলিক ধর্মযাজকের বিরুদ্ধে। তার নাম ফাদার থমাস থান্নিনিলকুমথাসাথিল (৩৫)। তিনি কেরালার কোত্তায়াম জেলার পেরুমতুরুথু’র সেন্ট ম্যাথিউজ চার্চে বিশপের প্রতিনিধি। ওই ঘটনায় থমাসকে বহিস্কার করেছে চার্চ কর্তৃপক্ষ।

ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ফাদার থমাস। তার বিরুদ্ধে কাদুথুরুথি পুলিশ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কোত্তায়ামের কাদুথুরুথি পুলিশকে ৪৩ বছর বয়সী ওই নারী বলেছেন, ফেসবুকের মাধ্যমেই ওই ক্যাথলিক ধর্মযাজকের সাথে তার পরিচয় হয়। এরপর কেরালা আসার জন্য তাকে আমন্ত্রণ জানান ওই ধর্মযাজক। তার আমন্ত্রণেই গত ১৩ ডিসেম্বর ওই নারী তার ব্রিটিশ পুরুষ বন্ধু সেনেডি মেইনডিকে নিয়ে কেরালার কাদুথুরুথি এলাকায় আসেন। প্রায় এক সপ্তাহ সেখানে ছিলেন। এই সময়ে থমাস তাকে একাধিকবার ধর্ষণ করেন। ওই ঘটনার পর পুলিশে কোনো অভিযোগ না করেই ৭ জানুয়ারি মুম্বাইয়ে চলে যান তিনি। পরে ১২ জানুযারি লন্ডনে চলে যান। এরপর গত ৮ ফেব্রুয়ারি ফের কেরালা সফরে আসেন ওই নারী। এসে ওই ধর্মযাজকের সাথে কুমারাকোমে একটি হোটেলে সাক্ষাৎ করেন। এসময় সেই নারীর স্বর্ণের গহনাসহ বেশ কিছু মূল্যবান জিনিস চুরি যায়।

গত বুধবার অভিযুক্ত ধর্মযাজকের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ জানান ওই নারী। ধর্ষণের পাশাপাশি থমাসের বিরুদ্ধে স্বর্ণের গহনা, মোবাইল ফোন এবং ১৩০০ ব্রিটিশ পাউন্ড চুরির অভিযোগ এনেছেন। নারীর দাবি, ফাদার থমাস পুরো ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন এবং তাঁকে বিয়ে করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

কাদুথুরুথি থানার সার্কেল ইন্সপেক্টর কে.পি.থমসন জানান, ওই নারীর সঙ্গে প্রথম সাক্ষাতেই ধর্মযাজক ধর্ষণ করেন। সমস্ত দিক খতিয়ে দেখছি। ধর্মযাজকের বিরুদ্ধে ডায়মন্ড রিং, স্বর্ণের গহনা, মোবাইল ফোন চুরির অভিযোগ আনা হয়েছে।

কেরালার ভাইকম সহকারী পুলিশ সুপার কে.সুভাষ জানান, সেই নারীকে কোত্তায়ামে সরকার পরিচালিত মহিলা মন্দিরাম হোমে পাঠানো হয়েছে।ওই ধর্মযাজকের বিরুদ্ধে ধর্ষণ ও চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। গত মাসে ওই ধর্মযাজকের সঙ্গে প্রথম সাক্ষাতের সময়ই ধর্ষণের ঘটনাটি ঘটে থাকতে পারে। সেসময় ওই নারী অভিযোগ না জানিয়ে কেন যুক্তরাজ্যে চলে গেলেন আমরা সেই বিষয়টিও খতিয়ে দেখছি। তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ধর্ষণের শিকার নারীর মেডিকেল টেস্টও করা হবে।

২০০৮ সালে ওই ক্যাথলিক ধর্মযাজককে সেন্ট ম্যাথিউজ চার্চে নিয়োগ দেওয়া হয়েছিল। চার্চ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি অভিযুক্তের অসদাচরণ সম্পর্কে জানা যায়। এরপরই বিশপ হাউজে তাকে রিপোর্ট করতে বলা হয়। ঘটনার গুরুত্ব অনুধাবন করেই সমস্ত কর্তব্য থেকে থমাসকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশকে সবরকম সহায়তা করা হবে।’’

Other

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ঝালকাঠিতে টমটম উল্টে প্রাণ গেল চালকের  পাথরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু  স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু  ভোলা/ প্রিয় কুকুরকে পিটিয়েছে প্রতিবেশী, আদালতে সবুরার মামলা  পবিপ্রবিতে “মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন” শীর্ষক ওয়ার্কশপ  পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের হটলাইন নম্বরে পরিবর্তন  কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে শিশুর মৃত্যু  হিজলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত  হাজারো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন শিয়ালকাঠি আ' লীগের সম্পাদক নাসির