ভোলায় বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সন্ত্রাসী হমলা চালিয়ে ভাঙচুরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে একদল সন্ত্রাসী বাস মালিক সমিতির কার্যালয়ে এসে এ হামলা চালায় বলে অভিযোগ করেছে সমিতির নেতারা।
তারা অভিযোগ করেন- এসময় তারা ওই কার্যালয়ের কর্মকর্তা কর্মচারিদের টাকার দাবিতে মারধর করে এবং মূল্যবান মালামাল ভাঙচুর করে।
পরে তারা বাস মালিক সমিতির ভল্ট ভেঙে নগদ টাকা নিয়ে যায়। এই ঘটনায় ভোলা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া বরিশালটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ওসি বলেন, বাস মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে ব্যবস্থা আইনগত নেয়া হবে।
ভোলা জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বরিশালটাইমসকে জানান, শুভ নামে এক লোক দীর্ঘদিন ধরে ভোলা বাস মালিক সমিতির কর্মকর্তাদের কাছে চাঁদাদাবি করে আসছিলেন। কিন্তু আমাদের মালিকরা চাঁদা দিতে অপরগতা জানালে তারা আমাদের কার্যালয় ভাঙচুর করেন।
ঘটনার সময় মালিকদের রক্ষিত ৩ লাখ ৮৫ হাজার টাকা ও বাসস্ট্যান্ড গিয়ে আরও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।’’
Other