ভোলার তজুমদ্দিনে অপহরণের ১২ ঘণ্টা পর ৯ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চর লাদেন থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- জাফর, নিরব, সাজাবুদ্দিন, ফরিদ, শরীফ, জাহাঙ্গীর, আনোয়ার, হোসেন এবং দুলাল।
স্থানীয়রা জানায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের মেঘনা উপকূলের চর মোজাম্মেল দখলকে কেন্দ্র করে হেলাল ও অজিউল্ল্যাহ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এর জের ধরে হেলাল গ্রুপ বৃহস্পতিবার চরের নয় বাসিন্দাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে চর লাদেন এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বরিশালটাইমসকে জানান, অপহৃত নয়জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক চার অপহরণকারীকে আটক করা হয়েছে।”
শিরোনামOther