বরিশালে এক পরিবারে ভোগ দখলীয় সম্পত্তি আত্মসাতের পায়তারা করার অভিযোগে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ারসহ ৬ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ১ম যুগ্ম জেলা জজ আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করে বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুর এলাকার মৃত হাবিবুর রহমান খানের দুই ছেলে মো. মিজানুর রহমান ও মো. মহিদুর রহমান খান (টিটু) এবং একই এলাকার মৃত মহিউদ্দিন মল্লিকে (খোকন) স্ত্রী হোসনেয়ারা বেগম।
আদালতের বিচারক আব্দুল হামিদ মামলাটি পরবর্তী দিন আদেশের জন্য ধার্য্য রাখেন।
বিবাদীরা হলেন- বরিশালের উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার তার স্ত্রী মৌসুমী, নগরীর স্ব-রোড এলাকার মৃত অমল কৃষ্ণ রায়ের ছেলে বিধান চন্দ্র তাপস ও তার ভাই ভাটিখানা সড়ক এলাকার বাসিন্দা বিশ্বজিৎ কুমার রায়, বাবুগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার ও বরিশাল সদরে সাবরেজিষ্ট্রার।
মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান বরিশালটাইমসকে জানান- বাদী মো. মিজানুর রহমান খান তার ভাই মো. মহিদুর রহমান খান (টিটু) ও নিকটতম আত্মীয় হোসনেয়ারা বেগম বাবুগঞ্জ উপজেলার ৫১ পূর্ব রহমতপুর মৌজার এসএ ২১৭ নম্বর খতিয়ানের ২৬৭, ২৬৯ ও ২৭০ নম্বর দাগের ৮০৫০ একর সম্পত্তি ২০০৮ সালের ৫ মার্চ মশিউর রহমান খান নামের এক ব্যক্তির কাছ থেকে সাব কবলা দলিল মূলে ক্রয় করে। সেই সম্পত্তিতে তারা বসতবাড়ি ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করে ভোগ দখল করতেছে।
কিন্তু ওই সম্পত্তির কিছু অংশের দাবিদার বিবাদী বিধান চন্দ্র তাপস ও তার ভাই বিশ্বজিৎ কুমার রায়ের কাছ থেকে দলিলের সইমোহর নকল নিয়ে বাবুগঞ্জের সাব রেজিস্টার ও বরিশালের সাব রেজিস্ট্রারে যোগসাজশে উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার ও তার স্ত্রী মৌসুমী বাদীদের ভোগ দখলীয় ২০ এক সম্পত্তি তাদের দাবি করে।
তারাই ধারাবাহিকতায় চলতি বছরে ৩১ জানুয়ারি বিবাদী ওসি গোলাম সরোয়ার ও তার স্ত্রী মৌসুমী বাদীদের সম্পত্তি ভোগ দখল নেয়ার জন্য হুমকি দেয়। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়।”
শিরোনামOther