পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলায় নিখোঁজের ৩দিন পর মো. সেলিম মিয়া (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০১ জানুয়ারি) সকালে উপজেলার বেলুয়া নদী সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. সেলিম মিয়া উপজেলার কাটাখালী এলাকার বাসিন্দা মৃত তৈয়বুর রহমানের ছেলে।
বলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল জানান, সেলিম মিয়া যে জমিতে বীজ বপন করতে গিয়েছিল সে জমি নিয়ে তাদের মামা বাড়ীর লোকজনের সঙ্গে বিরোধ ছিল। এ বিরোধ নিয়ে একাধিক বার সালিশ বৈঠক করেছেন সাবেক ইউপি সদস্যরা।
স্বরুপকাঠী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান, গত শনিবার (৩০ ডিসেম্বর) সকালে জমিতে ধানের বীজ বপন করতে যায় সেলিম। এরপর আর বাড়ি ফিরে না আসায় রোববার সেলিম মিয়ার ছোট ভাই মো. আবু আব্দুল্লাহ স্বরুপকাঠী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সোমবার সকালে এক নৌকাযাত্রী খালে লাশ ভাসতে দেখে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মরদেহের মাথায় আঘাত, গলায় ফাঁস লাগানো, ডান হাতের আঙুলে কোপ, বাম হাতে কোপ ও কাঁধ বরাবর ভাঙা রয়েছে।
তিনি আরো বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Other