২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি: ধর্ম প্রতিমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০১ অপরাহ্ণ, ১২ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলা হয়েছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। আমরা যে যে ধর্মের মানুষই হইনা কেনো, আমাদের কতিপয় দায়িত্ব-কর্তব্য রয়েছে। আমরা সমাজবদ্ধভাবে সামাজিক জীব হিসেবে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।

মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল নগরীর কাশিপুর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলম হোসেন। অনুষ্ঠানে বরিশাল বায়তুল মোকাররম মসজিদের ইমাম মাওলানা মো. শামসুল আলম, বরিশাল হিন্দুধর্মী কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্টু আন্দ্রীয় হালদারসহ বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে ধর্ম প্রতিমন্ত্রী নির্মাণাধীন বরিশাল বিভাগীয় মডেল মসজিদ পরিদর্শন করেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন